বরিশাল নগরীতে ৫০ হাজার টাকা ছিনতাই

বরিশাল নগরীতে ৫০ হাজার টাকা ছিনতাই


বরিশাল নগরীর নতুন বাজার নিতাই মিষ্টান্ন ভান্ডার সংলগ্ন মেসার্স আয়ান ড্রাগ হাউজের ক্যাশ বাক্স থেকে ৫০ হাজার টাকা ছিনতায়ের অভিযোগ উঠেছে। ছিনতাইয়ের ঘটনার পর বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানিয়েছে আয়ান ড্রাগ হাউজের কর্তৃপক্ষ মো. মাইনুল হাসান।

মো. মাইনুল হাসান ভোরের আলোকে জানান, চা খাওয়ার উদ্দেশ্যে তিনি তার বৃদ্ধ বাবাকে ফার্মেসিতে বসিয়ে রেখে যান। এই সময় তার বৃদ্ধ বাবার সরলতার সুযোগ নিয়ে অজ্ঞাত তিনজন যুবক ওষুধ কেনার অভিনয় করে তার বাবাকে ব্যস্ত রাখে। ফাঁকে সুযোগ বুঝে চোর চক্রের একজন ক্যাশ বাক্সে হাত দিয়ে ৫০ হাজার টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যায়। তার বাবার চোর চক্র ধরার জন্য চেষ্টা করলেও আর খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

মো. মাইনুল হাসান অভিযোগ করেন, দীর্ঘ ছয় দিন অতিবাহিত হলেও চোর চক্র ধরাছোঁয়ার বাইরে রয়েছে। অজ্ঞাত তিনজনকে চিহ্নিত করা গেলেও জানা যায়নি নাম পরিচয়। ‘দ্রুত অপরাধীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি করেছেন তিনি।’

এদিকে, নতুন বাজার অটো স্ট্যান্ডে পুলিশের সিসিটিভি ফুটেজে দেখা যায়, অজ্ঞাত তিন থেকে চার জন ওই দোকানে ঢোকে। তার মধ্যে একজনে পা বাঁকা ৫-৭ মিনিট ধরে অটো স্ট্যান্ডের উত্তর কর্র্ণারে পরামর্শ করতে দেখা যায় তাদের। পরে তারা ভাগ হয়ে এক এক জন বিভিন্ন দিকে অবস্থান নেয়। ১ মিনিট পরে দেখা যায় চুরি করে এক সঙ্গে তিন জন মরক খোলা পুলের দিকে পালিয়ে যায়।