বরিশাল নগরীর ভবনের উপরে অগ্নিকান্ড

বরিশাল নগরীর প্রধান বানিজ্যিক কেন্দ্র বাজার রোডে একটি চারতলা ভবনের উপরে টিনের ছাপড়া কক্ষে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বরিশাল ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাজার রোডের মহানাম ভান্ডারের মালিক অশোক কুমার সাহার চারতলা ভবনের উপরে টিনের ছাপড়া কক্ষে আগুনের সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন তারা। এর আগেই একটি ডেস্ক কম্পিউটার, ১টি ল্যাপটপ ও ২টি ট্রাংক পুড়ে যায়। তবে ফায়ার সার্ভিসের তৎপরতার কারনে বড় ধরনের অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পায় বাজার রোডের ব্যবসায়ীরা।