বরিশাল প্রেসক্লাবে স্বজন স্মরণ অনুষ্ঠিত

বরিশাল প্রেসক্লাবে স্বজন স্মরণ অনুষ্ঠিত

 

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে স্মরণ সভা, দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার প্রেসক্লাবের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল এর সভাপতিত্বে স্বজন স্মরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সিনিয়র সদস্য নজরুল ইসলাম চুন্নু, কাজী মকবুল হোসেন, অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, গোপাল সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূঁইয়া, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সাধারণ সম্পাদক ফেরদাউস সোহাগ, সহ-সভাপতি রাহাত খান এবং প্রয়াত স্বজনদের পক্ষে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক নিখিল সেনের পুত্র প্রভাষক সুজয় সেন গুপ্ত।

এছাড়াও প্রেসক্লাবের সদস্য আযাদ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্বজন স্মরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আল মামুনসহ প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন সময় মৃত্যুবরণ করা বরিশাল প্রেসক্লাবের সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন নগরীর সদর রোড বায়তুল মোকাররম মসজিদের খতিব।