বরিশাল প্রেসক্লাবের কোষাধক্ষ্য মোশারফ হোসেনের ইন্তেকাল

বরিশাল প্রেসক্লাবের কোষাধক্ষ্য মোশারফ হোসেনের ইন্তেকাল

বরিশালের আঞ্চিলক পত্রিকা দৈনিক আজকের বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ বরিশাল প্রেসক্লাবের কোষাধক্ষ্য ও সাংবাদিক ইউনিয়ন বরিশাল এর কার্যনির্বাহী সদস্য মোঃ মোশারফ হোসেন বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮টা ৫৫মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ধরে তিনি কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তাকে বরিশাল নগরীর ইশ্বরবসু রোডের বাসায় আনা হলে বৃহস্পতিবার সকালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিইমজা) সভাপতি ফিরদাউস সোহাগ ও সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন সুমন সহ সকল সদস্যবৃন্দ। এছাড়াও শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ বরিশাল প্রেসক্লাবের সভাপিত ইসমাইল হোসেন নেগাবান মন্টু ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ সহ সকল সদস্য বৃন্দ শোক প্রকাশ কেরন।সাংবাদিক ইউনিয়ন বরিশাল এর সভাপতি সাইফুর রহমান মিরণ ও সাধারন সম্পাদক ফিরদাউস সোহাগ ও সংগঠনের সকল সদস্য, বরিশাল টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোবিন্দ সাহা সাধারন সম্পাদক মো. শাহিন হাওলাদার সহসকল সদস্য বৃন্দ শোক প্রকাশ করেছেন।

মরহুমার জানাযা নামাজ আজ বেলা ১২টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত হয়। এর আগে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সামনে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। এরপরপরই তার মরদেহ নিজ বাড়ি বাউফলে নিয়ে যাওয়া হয়। সেখাতে পারিবাড়িক কবরস্থানে তাকে দাফন করা হবে।