বরিশাল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মোশাররফ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

বরিশাল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মোশাররফ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

 

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে  স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আসর বিকেল ৫ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে মোশাররফ হোসেনর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।দোয়া মোনাজাতপূর্ব স্মরণ  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আয়োজনের আহবায়ক ও ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ।মরহুমের কর্মময় জীবনের ওপর আলোচনা করেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন,  সিনিয়র সদস্য নুরুল আলম ফরিদ, এম এম আমজাদ হোসাইন, গোপাল সরকার, প্রায়াত মোশাররফ হোসেনর ভাই ও প্রেসক্লাবের সদস্য এনায়েত হোসেন, কাজল ঘোষ  ।

উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম জহির, ক্রিড়া সম্পাদক আরেফিন তুষার, কার্যনিবাহী কমিটির সদস্য এম মোফাজ্জেল, আবদুর রাজ্জাক ভূইয়া, সুমন চৌধুরী, সদস্য জাকির হোসেন, বেলায়েত বাবলু, এম মিরাজ হোসাইন, সৈয়দ মেমন, জে খান স্বপন, খান রফিক, জিয়া উদ্দিন বাবু, রাইসুল ইসলাম অভি সহ ক্লাবের সহযোগী সদস্য শাহজাহান হাওরাদার, এম সালাউদ্দিন, আল আমিন সাগর, কাজী রাব্বি, জুয়েল মাহমুদ, কামরুজ্জামান জুয়েল রানা, শাকিউজ্জামান মিলন, রেদোয়ান রানা সহ সাংবাদিকবৃন্দ। সবশেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত দোয়া মোনাজাত  পরিচালনা করেন, মাওলানা মিজানুর রহমান।