বরিশাল বাড়ি বাড়ি গিয়ে করোনা স্যাম্পল সংগ্রহের দাবি

বরিশাল বাড়ি বাড়ি গিয়ে করোনা স্যাম্পল সংগ্রহের দাবি


বিভাগীয় শহর বরিশালে সরকারি উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে করোনা রোগের পরীক্ষাণ স্যাম্পল সংগ্রহ করা, পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করা, জেলার সকল হাসপাতালে আইসিইউ এবং অ্যাম্বুলেন্স ব্যবস্থার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশালের উদ্যোগে করোনায় করণীয় ৪দফা দাবিতে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোমবার আজ দুপুর ১২ টায় বরিশাল নগরের প্রাণকেন্দ্র অশি^নী কুমার হল সম্মুখ সদর রোডে ওই মানববন্ধন কর্মসূচি পালন করে।
বাসদ বরিশাল জেলা কমিটির আহবায়ক প্রেেকৗশলী ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখা সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক দল বাসদের মহানগর প্রচার-প্রকাশনা সম্পাদক বিজন সিকদার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতা শহিদুল ইসলাম, নুরুল হক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনাকে উপেক্ষা করে সরকার শতবর্ষের নামে যে শত শত কোটি টাকা ব্যয় করেছে সেই টাকা যদি মানুষের চিকিৎসায় ব্যয় করা হতো তাহলে আজ স্বাস্থ্যক্ষাতের এই দুর্বিসহ চিত্র দেখতে হতো না। স্বাস্থ্যক্ষাতে অবব্যস্থার কারণে মানুষ চিকিৎসা পাচ্ছে না। করোনা প্রতিরোধের জন্য বরিশালে প্রশাসনের সঙ্গে কারো কোন সমন্বয় নেই। দক্ষিণাঞ্চলের অন্যতম চিকিৎসা ক্ষেত্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগী বহন করার মত একটি অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। বরিশাল বিভাগাগে মাত্র একটি পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। বিভাগীয় শহরে একটি মাত্র করোনা পরীক্ষা কেন্দ্র পিসিআর ল্যাব থাকায় সেখানে মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়ছে। স্বাস্থ্যবিধি না মেনে নমুনা দিতে গিয়ে সেখানে রোগীরা চরম ঝুঁকির মধ্যে পড়ছে। অবিলম্বে পিসিআর ল্যাবের সংখ্যা না বাড়ালে এই ঝুঁকি থেকে সাধারণ রোগীদের রক্ষা করা কঠিন হবে। তাই বরিশাল বিভাগের ৬ জেলার প্রতিটি জেলা হাসপাতালে কমপক্ষে একটি করে ল্যাব স্থাপন করে এই দুর্ভোগ কমানো উচিত।

ডা. মণিষা বলেন, বরিশালে মাত্র একটি ল্যাব দিয়ে বিভাগের ছয়টি জেলার করোনার নমুনা সংগ্রহ করায় মানুষ চরম দুর্ভোগে পড়ছে। আমাদের দেশের এতটা নি¤œমানের চিকিৎসা ব্যবস্থা পৃথিবির অন্য কোন দেশে নেই বলে মন্তব্য করেন মণিষা। একই সঙ্গে বরিশালের সকল জেলার হাসপাতালে অবিলম্বে আইসিইউ ও নমুনা বুথের সংক্ষা বৃদ্ধি করার দবি করেন। সরকারি উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে করোনা রোগের পরীক্ষাণ স্যাম্পল সংগ্রহ করা এবং জেলার সকল হাসপাতালে আইসিইউ এবং অ্যাম্বুলেন্স ব্যবস্থার চালু করারও দাবি জানানো হয় মানববন্ধন থেকে।