বরিশাল বিভাগীয় উদ্যোক্তা হাবের সাথে ভোলার উদ্যোক্তাদের মিলনমেলা

গতকাল ২৪ ডিসেম্বর বরিশাল বিভাগীয় উদ্যোক্তা হাবের সাথে ভোলার উদ্যোক্তাদের এক মিলন মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির পড়ে ভোলার উদ্যোক্তাদের সাথে এমন মলন মেলা অনুষ্ঠিত হল বরিশাল বিভাগীয় উদ্যোক্তা হাবের। মুজিব শতবর্ষ বরিশাল উদ্যোক্তা সামিট ২০২০ সফল করার লক্ষে ও বরিশাল বিভাগের সকল উদ্যোক্তাদের এক ছাতার নিচে নিয়ে আসার প্রয়াস নিয়ে বরিশাল বিভাগীয় উদ্যোক্তা হাবের এই আয়োজন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, ভোলা জেলার উদ্যোক্তা এবং বরিশাল বিভাগীয় উদ্যোক্তা হাব ফাউন্ডেশন এর নির্বাহী সদস্য কানিজ ফাতিমা মৌ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় উদ্যোক্তা হাবের প্রতিষ্ঠাতা, শাহেদ জামান (এডমিন প্যানেল ) সহ মুজিব শতবর্ষ বরিশাল উদ্যোক্তা সামিট ২০২০ এর আয়োজক টিমের সদস্যবৃন্দ ও ভোলা অনলাইন মার্কেট ও কমিউনিটি গ্রুপের এডমিন তনয়া মাওয়া তন্বী ও মডারেটর সহ মেম্বাররা। এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল মিজানুর রহমান, এবং জনতা ব্যাংকের আলিনগর ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ সালাউদ্দিন।
ভোলার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এই মিলনমেলা অনুষ্ঠানে ছিল বিভিন্ন ধরনের আলোচনা উদ্যোক্তাদের আরও ভালো করার লক্ষে ছিল পরিচিতি পর্ব, মার্কেটিং, সেলফ ব্রান্দিং, ও সামিট নিয়ে আলোচনা। এভাবেই এগিয়ে যাবে ভোলা। সেতুবন্ধন হবে বরিশাল ও ভোলার সকল উদ্যোক্তাদের।
ভোরের আলো/ভিঅ/২৫/১২/২০২০