বরিশাল বিভাগের বিভিন্ন নদীর পানি বিপদসীমার উপর

বরিশাল বিভাগের বিভিন্ন নদীর পানি বিপদসীমার উপর

বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ ১০টি নদীর পানি বিপদসীমার উপর  দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বরিশাল পানি উন্নয়ন বোর্ড। 

শুক্রবার (১৫ জুলাই) দুপুরে বর্ষা এবং পূর্ণিমার প্রভাবে দক্ষিণজনপদের বিভিন্ন নদীতে জোয়ারের কারণে এমনটা হয়েছে বলে নিশ্চিত করেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গেইজ রিডার কার্যালয়। 

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের জলানুসন্ধান বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম বলেন, 'বরিশাল বিভাগের মোট ২৩টি নদীর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রধান এবং গুরুত্বপূর্ণ ১০টি নদীর পানিই বিপদসীমা অতিক্রম করেছে।'

তিনি আরো জানান, কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তেঁতুলিয়া নদীর পানি ভোলা খেয়াঘাট এলাকার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মেঘনা ও সুরমা নদীর পানি তজুমদ্দিন উপজেলার ৯৭ সেন্টিমিটার ওপর দিয়ে এবং মেঘনা ও সুরমা নদীর পানি দৌলতখান উপজেলার ৭৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ এই ১০টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সে নদীগুলোকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে কীর্তনখোলা নদীর পা‌নি বিপদসীমা অতিক্রম করার কারণে  পা‌নির তলিয়ে যায় বরিশাল নগরের নিম্নাঞ্চলসহ বিভিন্ন এলাকা।

জানা যায়, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার বুড়িশ্বর/পায়রা নদীর পানি ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশখালী নদীর পানি ৩৮ সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে বরগুনা জেলার ওপর দিয়ে। পাথরঘাটা উপজেলার বিশখালী নদীর পানি ৭০ সেন্টিমিটার এবং উমেদপুরের কঁচা নদীর পানি ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া পিরোজপুর জেলার বলেশ্বর নদীর পানি ৯ সেন্টিমিটার  ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।