বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের কার্যক্রম আগামীকাল শুক্রবার আসর নামাজ আদায়ের মাধ্যমে উদ্বোধন হতে যাচ্ছে। বাদ আসর ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। 

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় মসজিদ উদ্বোধন এবং ২১ আগস্ট স্মরণে আয়োজিত দোয়া ও মােনাজাত উপস্তিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মাে. ছাদেকুল আরেফিন। 

প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনতলা বিশিষ্ট অত্যাধুনিক এ মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৮ সালের জানুয়ারি মাসে।