বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির আয়োজনে প্রশিক্ষন কর্মশালা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
সোমবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। ওয়ার্কশপ অন এক্সাম কন্ট্রোলার অটোমেশন এবং ওয়ার্কশপ অন অটোমেটেড রেজাল্ট প্রসেসিং বিষয়রে উপর আয়োজিত দুই দিনব্যাপী কর্মশালা মঙ্গলবার শেষ হবে।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষজ্ঞ ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মঞ্জুর আহমেদ, এডিই সফট্ এর ব্যবস্থপনা পরিচালক সাকিব রাব্বানী এবং হেড অব সিস্টেম সাপোর্ট শরিফুল ইসলাম। দুই দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগের চেয়ারম্যান এবং প্রতিটি বিভাগের একজন করে সিনিয়র শিক্ষক অংশগ্রহণ করছেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ববির আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. রহিমা নাসরিন।