বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতার উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) শারীরিক শিক্ষা অফিসের আয়োজনে আন্তঃবিভাগ সাঁতার ও ওয়াটার পোলো টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৭ সেপ্টেম্বর দুপুর ১২টায় ক্যাম্পাসে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক রিফাত মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আব্দুল কাইয়ুম ও সাধারণ সম্পাদক ড. আব্দুল বাতেনসহ বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি অনন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগের ৬৪ জন শিক্ষার্থী এবং ওয়াটারপোলো প্রতিযোগিতায় ১২টি বিভাগের ৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। দুই দিনের এই প্রতিযোগিতা বৃহস্পতিবার শেষ হবে।