বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ আয়োজিত আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়েল কেন্দ্রিয় খেলার মাঠে অর্থনীতি বিভাগের ৫ম ও ৯ম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে এই ফাইনাল অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচ জয়লাভ করে। খেলা শেষে মাঠে উপস্থিত হয়ে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্র্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নাহিদা সুলতানার সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরনকালে উপাচার্য শিক্ষার্থীদের আরও বেশী বেশী খেলাধুলাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। গত ২৮ আগস্ট এই আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।