বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশাল বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে  আলোচনা সভার আয়োজন করা হয়। 

বিশ^বিদ্যালয়ের কীর্তনখোলা হলে বিকেল সাড়ে চারটায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। 

শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আব্দুল কাইউম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন এবং রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। 

শিক্ষক সমিতির সধারণ সম্পাদক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশ^বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।