বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফলদ বৃক্ষরোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ'র (আইসিবি) উদ্যোগে ফলদ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস, আইসিবি’র সহকারী মহাব্যবস্থাপক মো. শামীম উদ্দিন আহমেদ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুমন কান্তি বাড়ৈ, প্রোগ্রামার পীযুষ কান্তি পাল, ব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম, ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম, রিসিপশনিস্ট মৃনাল কান্তি মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলদবৃক্ষের চারা রোপণ করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।