বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য আরও একটি বাস

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিবহন পুলে শিক্ষার্থীদের জন্য যুক্ত হলো আরও একটি নতুন মিনিবাস।
সোমবার ২১ নভেম্বর দুপুর ১টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বাসটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, পরিবহন পুলের ম্যানেজার মেহেদী হাসান।
এছাড়াও শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, প্রভোস্ট, পরিচালক, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য ৩০আসন বিশিষ্ট এই মিনিবাসটি প্রগতি ইন্ডাষ্ট্রিজ থেকে ক্রয় করা হয়েছে। এ নিয়ে বিশ^বিদ্যালয়ের পরিবহন পুলে মোট গাড়ীর সংখ্যা ২০টি।