বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের প্রথম বিষয় বন্টন তালিকা প্রকাশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের প্রথম বিষয় বন্টন তালিকা প্রকাশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের প্রথম বিষয় বন্টন তালিকা প্রকাশিত হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন তার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষনা করেন।

তিনি বলেন, ২০২০-২১ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ২৪টি বিষয়ে ভর্তির জন্য মোট আবেদন করেছিলেন ৩৫,৭৯২ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘ক’ ইউনিটে ২০,৫৬৮ জন, ‘খ’ ইউনিটে ৯,৩২২ জন এবং ‘গ’ ইউনিটে আবেদনকারী ৫,৯০২ জন। মোট ১ হাজার ৪শ’ ৪৪টি বিপরীতে প্রতি পদে প্রতিদ্বন্ধি ২৪.৮ জন।

‘ক’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেন ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থী ইত্তাসুম মাহমুদ আদিব। ‘খ’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেন রাজশাহী শিক্ষা বোর্ডের শিক্ষার্থী মো. সজিব ইসলাম এবং ‘গ’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেন বরিশাল শিক্ষা বোর্ডের শিক্ষার্থী ফারহানা খানম।

২০২০-২১ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত প্রথম তালিকা অনুযায়ী আগামীকাল ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। আগামী ২৩ জানুয়ারী ক্লাশ শুরু হবে।

ভর্তি সংশ্লিস্ট যাবতীয় তথ্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটwww.bu.ac.bd Ges http://admission.bu.ac.bd Õ ’তে পাওয়া যাবে।

উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে তালিকা প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন, ভর্তি সংশ্লিষ্ট টেকনিক্যাল কমিটির আহবায়ক নেটওয়ার্কিং এন্ড আইটি দপ্তরের পরিচালক রাহাত হোসাইন ফয়সাল, সদস্য সচিব সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ, সদস্য সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. ইরফান, সদস্য সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সামসুদ্দোহা, সদস্য সিএসই বিভাগের প্রভাষক মোঃ রাশিদ আল আসিফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।