বরিশাল ভোলা সীমান্তে চর দখল নিয়ে দু পক্ষের সংঘর্ষ, ৩ পুলিশসহ আহত ৩০

বরিশাল ভোলা সীমান্তে চর দখল নিয়ে দু পক্ষের সংঘর্ষ, ৩ পুলিশসহ আহত ৩০

চরের জমির দখন নিয়ে বিরোধে বরিশাল ভোলা সীমান্তের মহিষমারি গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ ২৮ রাউন্ড গুলি বর্ষণ করেছে। এতে ৩ পুলিশ সদস্য সহ অন্তত্য ৩০জন আহত হয়েছে। এদের মধ্যে ৩ পুলিশ সদস্যকে ভোলা সদর হাসপাতালে এবং আহত ১২ গ্রাম বাসীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল মেডিকেলে ভর্তি  ১২ জনের মধ্যে তিন জনের আঘাত গুরুতর।

বৃহষ্পতিবার দুপুরে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ও ভোলার সীমান্তবর্তী মহিষমারি গ্রামে ওই হামলা ও গুলির ঘটনা ঘটে।
এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে ভিডিও ফুটেজ এবং তথ্য নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বরিশালের রেঞ্জ ডিআইজি।

আহতরা জানায়, মেহেন্দিগঞ্জ উপজেলার ভোলা জেলা সিমান্তে মহিষমারি গ্রামের চরের জমির দখল নিয়ে শ্রিপুর ও ভোলার ভেলুমিয়া এলাকার জনগণের মধ্যে দীর্ঘ দিনের বিরোধ চলছিলো। 

এলাকাবাসীর অভিযোগ, বৃহষ্পতিবার দুপুর দুটার দিকে ভোলার লোকজন এসে মহিষমারি গ্রামে হামলার চেষ্টা করলে স্থানীয় গ্রামবাসি এক হয়ে প্রতিরোধ গড়ে তোলে। খবর পেয়ে ভোলা সদর থানার চর চুটকিমারা ক্যাম্পের পুলিশ সদস্যরা ভোলাবাসীদের সঙ্গে একাট্টা হয়ে হামলা চালায় ও গুলি বর্ষণ করে। এতে অনেক গ্রামবাসী আহত হয়। তাদের মধ্যে গুলিবিদ্ধসহ ১২জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
অন্যদিকে পুলিশ জানিয়েছে, মহিষমারি গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুপক্ষকে ধাওয়া দিয়ে দূরে সরিয়ে দিতে চাইলে উভয় পক্ষ পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুড়ে। এসময় পুলিশের ৩ সদস্য তাদের ছোড়া ইট-পাটকেলে আহত হয়। এসময় পুলিশ শর্ট গানের ২৮ রাউন্ড গুলি বর্ষণ করলে মহিষমারি গ্রামের লোকজন আহত হয়।

বরিশাল শের-ই-বাংলা মেিিকেল কলেজের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎক ডা. মোহাম্মদ কবির উদ্দিন বলেন, বিকেলে মেহেন্দিগঞ্জ থেকে আসা ১২জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরদের মধ্যে ১১জন গুলিবিদ্ধ। তিনজনের অবস্থা খারপ ছিল। তবে তারা সবাই আশঙ্কা মুক্ত আছেন। তাদের চিকিৎসা চলছে।

এব্যাপারে বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন, বরিশাল ভোলা সীমান্তবর্তী এলাকা জমি নিয়ে বিরোধে সংঘর্ষ বাধে। এঘটনায় পুলিশ তাদের নিবৃত্ত করতে চাইলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তিন পুল্রিশ সদস্য আহত হয়েছে। আত্মরক্ষায় পুলিশ রবার বুলেট নিক্ষেপ করে। পুলিশের গুলিতে কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।