বরিশাল মহানগর আ.লীগের উদ্যোগে ৭২ হাজার গাছ লাগানোর কর্মসূচি

বরিশাল মহানগর আ.লীগের উদ্যোগে ৭২ হাজার গাছ লাগানোর কর্মসূচি



বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর ৩০টি ওয়ার্ডে ৭২ হাজার গাছের চারা রোপন কর্মসূচি শুরু হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে নগরীর ওয়াপদা কলোনীর টর্চার সেল এলাকায় একটি কৃঞ্চচূড়া গাছের চারা রোপনের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। এ সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীরসহ কমিটির বেশীরভাগ নেতা এবং নগরীর ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া জানান, ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নগরীতে ৭২ হাজার গাছের চারা রোপনের কর্মসূচি উদ্বোধন করেছেন সিটি মেয়র। নগরীর ৩০টি ওয়ার্ডে ২ হাজার করে ৬০ হাজার এবং বিভিন্ন শিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠানে আর ১২ হাজার গাছের চারা রোপন করা হচ্ছে। আগামী এক মাসের মধ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করবে মহানগর আওয়ামী লীগের। 

এ সময় সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ বলেন, পরিবেশ রক্ষায় আগামীর সবুজ নগরী গড়ার জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনপ্রতি ৩টি করে গাছের চারা রোপনের আহ্বান জানানো হয়েছে। জনগন চাইলে আরও গাছের চারা দেয়া হবে। ছাদ বাগানে উৎসাহিত করতে সিটি করপোরেশনে ২ শতাংশ হোল্ডিং ট্যাক্স রেয়াত দেয়া হচ্ছে বলে তিনি জানান।  
সট- সাদিক আবদুল্লাহ, মেয়র, বরিশাল সিটি করপোরেশন।