বরিশাল মহানগর ছাত্রলীগের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষনা করে বিক্ষোভ

বরিশাল মহানগর ছাত্রলীগের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষনা করে বিক্ষোভ

অছাত্রদের বয়স ও বহির্ভূতদের নিয়ে বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি করার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা-কর্মীদের একাংশ। 

সোমবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে সদর রোডে জেলা ও মাহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

পরে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর ওপদা গেট গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভ মিছেলে অংশ নেওয়া ছাত্রদের হতে বিভিন্ন প্লাগেট পাশাপাশি স্লোগান দিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন।

বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া মহানগর ছাত্রলীগের নেতা রেজানুর রহমান নিয়ন বলেন, 'গঠনতন্ত্র পরিপন্থী সদ্য ঘোষিত বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি অবাঞ্চিত ঘোষণা করছি।'

তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫-এর-গ-এ বলা আছে, কোনো নিয়মিত শিক্ষার্থী (৫-এর-ক উপধারা অনুযায়ী) ছাত্রলীগের কর্মকর্তা ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হতে পারে। বিবাহিত, ব্যবসায়ী ও চাকরিতে নিয়োজিত ছাত্র-ছাত্রী ছাত্রলীগের কর্মকর্তা হতে পারবে না।

বিক্ষোভ সমাবেশে মহানগর ছাত্রলীগের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মেহদি হাসান, তানভীর আহমেদ, প্রিন্স সরদার, আব্দুল আলিম, ইমরান হাওলাদার, আবু তালহা প্রমুখ।

প্রসঙ্গত, মো. রইজ আহমেদ মান্নাকে আহ্বায়ক, মো. মইনুল ইসলাম এবং আরিফুর রহমান শাকিলকে যুগ্ন আহ্বায়ক করে ৩২ সদস্য বিশিষ্ট এই কমিটি ২৩ জুলাই (শনিবার) অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।