বরিশাল মুক্ত দিবসে নগরী পেলো বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম পার্ক

বরিশাল মুক্ত দিবসে নগরী পেলো বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম পার্ক

বরিশাল মুক্ত দিবসে বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম পার্কের উদ্বোধন করা হয়েছে নগরীতে ।৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবসে বরিশাল নগরী পেলো পার্ক।

বৃহস্পতিবার ৮ ডিসেম্বর  বিকেল সাড়ে ৪ টায় নগরের চৌমাথা সংলগ্ন সিএন্ডবি রোড এলাকায়  এ পার্কের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবত সাদিক আব্দুল্লাহ।

অনুষ্ঠানে শুরুতে বীর মুত্তিযোদ্ধা সাহান আরা বেগমের র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম পার্কের উদ্বোধন ফলক উন্মোচন করেন সাহান আরা বেগম এর সন্তান সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তার বক্তব্যে বলেন প্রতিটা এলাকায় শিশু কিশোরদের জন্য সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চার ব্যবস্থা চেষ্টা থাকে তরুণরা আগামীর ভবিষ্যত এদের কাজে লাগাতে হবে। এ পার্কের  যখন কাজ শুরু করেছি তখন মায়ের নামের রাখবো সে কথা ভাবিনি, নগর বাসীর জন্য এ পার্ক। সবাই বিনামূল্যে এ পার্ক ব্যবহার করতে পারবেন।

অতিথিদের উদ্বোধনী বক্তব্য শেষে এরপর  ষাটজন মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয় বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে। সন্ধ্যা হলে আতশবাজি ফুটিয়ে উৎসব আবহাওয়া সৃষ্টি হয় অত্রএলাকায় এরপর সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ অতিথিরা বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম পার্ক পরিদর্শন করেন। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর,বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সাইদুর রহমান রিন্টু,  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম,বরিশালের  জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ,বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট আফজাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হাওলাদা।

চলতি বছরের মে মাসে বরিশাল নগরের সিএন্ডবি রোড এলাকায় বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম শিশু পার্ক নির্মানের উদ্যোগ নেয় বরিশাল সিটি কপোরেশন।