বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার কায়সার

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। বরিশাল রেঞ্জাধীন জেলা সমূহের মধ্যে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং কার্যক্রমসহ বিভিন্ন সূচকে চৌকস নেতৃত্ব, কর্মদক্ষতা ও কর্মক্ষমতা প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার বরিশাল রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন।
বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে বরিশাল রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বরিশাল রেঞ্জাধীন জেলা সমূহের মধ্যে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং কার্যক্রম সহ বিভিন্ন সূচকে চৌকস নেতৃত্ব, কর্মদক্ষতা ও কর্মক্ষমতা প্রদর্শন এবং আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন। এছাড়াও সদর সার্কেল ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল ফারুক, বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ও জেলা গোয়েন্দা শাখার এস আই (নিঃ) মোঃ হাবিবুর রহমান বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় তাদের হাতেও সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন ডিআইজি মো. শফিকুল ইসলাম।
সভায় বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ এবং রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারসহ রেঞ্জ অফিসের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।