বরিশাল রেঞ্জের সেরা অফিসার কলাপাড়ার ওসি

পটুয়াখালীর কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাাফিজুর রহমান পেয়েছেন বরিশাল রেঞ্জের ‘সেরা অফিসার ইনচার্জ’ স্বীকৃতি ও সম্মাননা স্মারক। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অবদান রাখায় এ স্বীকৃতি পেয়েছেন। বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলামের কাছ থেকে তিনি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ স্বীকৃতি ও সম্মাননা স্মারক গ্রহণ করেন।
জানা গেছে, বরিশাল রেঞ্জ অফিসে ত্রৈমাসিক (২০২০) অপরাধ পর্যালোচনা সভায় বরিশাল রেঞ্জ পুলিশের কর্ণধার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে নভেম্বর ও ডিসেম্বর ২০২০ মাসের গুরুত্বপূর্ণ পারফর্ম্যান্সের ভিত্তিতে রেঞ্জের বিভিন্ন অফিসারণনকে স্বীকৃতি পুরস্কার প্রদান করা হয়।
এ বিষয় কলাপাডা থানা অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাাফিজুর রহমান বলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মহোদয় আমাকে যোগ্য মনে করে এই স্বীকৃতি দিয়েছেন।