বরিশাল শিল্পকলার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল শিল্পকলার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।  

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় বরিশাল শিল্পকলা একডেমির অডিটোরিয়ামে আলোচান সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সচেতন নাগরিক কমিটি বরিশাল জেলার সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, বরিশাল জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত প্রশিক্ষক ললিত দাস, বরিশালের সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, জেলা কালচারাল অফিসার হাসানুর রশীদ মকসুদ প্রমুখ। এছাড়াও শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিকর্মীরাও অংশ নেন।

অনুষ্ঠানে আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান ও নৃত্য পরিবেশন করেন বরিশাল জেলা শিল্পকলার শিক্ষার্থীবৃন্দ।

এছাড়া বরিশাল মুক্ত দিবস উপলক্ষে ৮ই ডিসেম্বর বরিশাল শিল্পকলার আয়োজনে অনুষ্ঠিত নাটকে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হয়েছে।