বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে বিকৃত মুখাকৃতির শিশুর জন্ম

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অদ্ভুত মুখাকৃতির এক নবজাতকের জন্ম হয়েছে। শিশুটির নাক ও চোখ নেই। মুখের আকারও বিকৃত। মাথার উপর বড় আকারের একটি টিউমারের মত রয়েছে। অস্বাভাবিক সন্তান হওয়ায় তাকে নিতে অপারগতা প্রকাশ করে তার অভিভাবকরা। হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে নেওয়ার অনুরোধ করেছেন তার অভিভাবকদের। তবে আপাতত তাকে নবজাতক ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।
বৃহস্পতিবার ভোর রাতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটি ভূমিষ্ঠ হয়। নবজাতকের বাবা ও মা হলো ভোলার কলাকোপা গ্রামের রিকশাচালক মো. জাফর এবং তার স্ত্রী মুন্নী বেগম। বর্তমানে মুন্নী লেবার ওয়ার্ডে এবং শিশুটি শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। জাফর মুন্নীর সংসারে ৬ বছর বয়সের আরো একটি ছেলে সন্তান রয়েছে।
হাসপাতালের এ্যানেসথিয়া চিকিৎসক ডা. সজল পান্ডে জানান, বিকৃত মুখ মন্ডলের শিশুটি যখন সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ভূমিষ্ঠ করা হয় তখন তারাও আতংকিত হয়ে পড়েন। নিজেদের সামলে অপারেশন সম্পন্ন করেন। এর আগেও বিকৃতাঙ্গ নিয়ে অনেক শিশুর জন্ম হয়েছে হাসপাতালে। শিশুটিকে তার অভিভাবকের কাছে দেয়া হলে তাৎক্ষণিক তারা গ্রহণে অস্বীকৃতি জানান। পরে বুঝিয়ে শিশুটিকে অভিভাবকদের কাছে দেয়া হয়। বর্তমানে শিশুটিকে নবজাতক ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি আরও জানান, শিশুটির নাক ও চোখ কিছুই নেই। মুখের আকারও বিকৃত। মাথার উপর বড় আকারের একটি টিউমারের মত রয়েছে। তবে এ বিষয়ে কিছুই জানা নেই হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলামের। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেন, সংশ্লিষ্ট বিভাগের কেউ তাকে এ বিষয়ে জানাননি।
এদিকে শিশুটিকে আকস্মিক দেখলে যে কেউ ভয় পেতে পারেন বলে হাসপাতালে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপর বিকৃত মুখাকৃতির শিশুটিকে দেখতে ওই ওয়ার্ডে ভীড় করছে উৎসুক রোগী ও তাদের স্বজনরা।