বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

বরিশাল সদর উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হযেছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল সদর উপজেলা বিএনপি’র আহবায়ক মো. নুরুল আমীনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রফিকুল ইসলাম সেলিমের সঞ্চলনায় পরিচিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব আকতার হোসেন মেবুল।
বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সদস্য সচিব মীর জাহিদুল কবির এবং যুবদল কেন্দ্রিয় কমিটির সহসভাপতি জাকির হোসেন নান্নু।
বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য নাজিম উদ্দিন আহমেদ পান্না, জেলা মহিলা দল সভাপতি ফাতেমা রহমান, জেলা বিএনপি সদস্য মো. মিজান মিয়া এবং সদর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আ. ছালাম রাঢ়িসহ অন্যরা।