বরিশাল সিটি মেয়রের সঙ্গে সম্পাদক পরিষদের সাক্ষাৎকার

বরিশাল সিটি মেয়রের সঙ্গে সম্পাদক পরিষদের সাক্ষাৎকার


বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবত সাদিক আবদুল্লাহর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মিলিত হয়েছেন আঞ্চলিক দৈনিকগুলোর নুতন সংগঠন সম্পাদক পরিষদ। এসময় সিটি মেয়রকে সম্পাদক পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জবাবে মেয়র সাদিক সম্পাদক পরিষদের সকল কার্যক্রমে সহযোগী হয়ে পাশে থাকার আশ^াস দিয়েছেন।

 বুধবার রাতে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বাস ভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎকারে মিলিত হন আঞ্চলিক দৈনিকের নবগঠিত সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ।

এসময় মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, সংবাদপত্র ও স্বাধীন সাংবাদিকতার পথ কণ্টকমুক্ত করার জন্য তিনি সচেষ্ট থাকবেন। গণমাধ্যমের সহযোগী হয়ে পাশে থাকবেন তিনি। ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে মেয়র সম্পাদক পরিষদের নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করান।