বরিশাল সিটিতে সুষ্ঠু ভোটের প্রস্তুতি

বরিশাল সিটিতে সুষ্ঠু ভোটের প্রস্তুতি

বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন আগামীকাল সোমবার। এ লক্ষ্যে আজ সকালে নগরীর ১২৬টি কেন্দ্রে ইভিএম মেশিনসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। সরঞ্জামাদি নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীসহ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছেন প্রিসাইডিং অফিসারেরা। 

এদিকে, বরিশাল নগরীতে এখনও বিপুল সংখ্যক বহিরাগত রয়েছে এবং তারা সুষ্ঠু ভোটে অন্তরায় সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রার্থীদের। বিভিন্ন বস্তিতে ক্ষমতাসীনরা অর্থ দিয়েছেন বলেও অভিযোগ করেন তারা। তবে নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম এবং রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির।   

বরিশাল সিটির ১২৬টি কেন্দ্রে ভোট হবে ইভিএমে। প্রতিটি কেন্দ্রের প্রবেশ পথে এবং ভোট কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করেছে নির্বাচন কমিশন। সকালে নগরীর শিল্পকলা একাডেমি থেকে সব কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার কাছে ভোটের সরঞ্জামাদি বুঝিয়ে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ভোটের সরঞ্জামাদি নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রহরায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছেন প্রিসাইডিং কর্মকর্তারা। 

নগরীর ৬০ নম্বর জিলা স্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কফিল উদ্দিন জানান, সারা দিন এবং রাতভর কেন্দ্রে অবস্থান করে আগামীকাল সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু করবেন তারা। বিরামহীনভাবে ভোটগ্রহণ করা হবে বিকাল ৪টা পর্যন্ত।