বরিশাল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ২জনের মৃত্যু হয়েছে।
আাজ বৃহষ্পতিবার ভোর ৫টা ১০ মিনিটের সময় ৭৫ বছর বয়সের একজন এবং ভোর ৫টা ১৫ মিনিটের সময় ৭০ বছর বয়সী অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তাদের নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
মারা যাওয়া পটুয়াখালী জেলার ইদ্রিস হাওলাদার (৭৫)কে ২৪ তারিখ দুপুর ২টা ১৫ মিনিটের সময় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। গতকাল ভোর ৫টা ১০মিনিটের সময় চিকিৎসধীন অবস্থায় তিনি মারা যান।
অন্যদিকে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার মজিবর রহান (৭০)কে গত ২৩ জুন রাত পোনে ১১টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। গতকাল ভোর ৫টা ১৫মিনিটের সময় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, গতকাল বৃহষ্পতিবার সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুই রোগী মারা গেছেন। তাদের নমুনা সংগ্রহ করে কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।