বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের আশ্বাস

অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং বিআরটিসির সড়ক নিরাপত্তা কমিটিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে কথা ব্যক্ত করেন।
সোমবার (২৯ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মো. শাবুদ্দিন খানের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ, আঞ্চলিক পরিবহন কমিটি ও বিআরটিএ কর্তৃপক্ষের সমন্বয়ে মেট্রোপলিটন এলাকায় সড়ক পথে শৃঙ্খলা রক্ষায়, রুট পারমিট, রেজিষ্ট্রেশন, ফিটনেসহীন যানচলাচল ও চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানসহ সকল অনিয়ম বন্ধে গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সুশৃঙ্খলভাবে যানচলাচলের অনুরোধ জানান।
এদিকে, নগরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে যত্রীদের নানা অভিযোগ রায়েছে। নতুল্লাবাদ থেকে রুপালতীতে ভাড়া বেরেছে ৫টাকা যেখানে এখন ১৫ টাকা। আবার নতুল্লাবাদ থেকে লঞ্চঘাটও ভাড়া বেরেছে ৫টাকা যেখানে এখন ভাড়া ১৫টাকা।
তবে, নতুল্লাবাদ থেকে আমতলার মোরে নামলে অথবা সাগরদি ব্রিজে যাত্রী নামলে ১৫টাকা ভাড়া দিতে যা আগে ৫টাকা অথবা ৭টাকা ছিলো। আবার নতুল্লাবাদ থেকে নতুন বাজার এখন ১০টাকা যা আগে ছিলো ৫টাকা, জেলখানার মোড় ১০টাকা যেখানে আগে ছিলো ৫টাকা, কাকলীর মোড় এখন যাত্রী নামলে ভাড়া দিতে হয় ১৫টাকা যেখানে অগে ছিলো ৭টাকা এভাবে অযথা ব্যাটারি এবং গ্যাস ধারা চালিত যানবাহনে ভাড়া বাড়ার কারনে যাত্রীদের মধ্যে খোব দেখা যায়।
নগরীর সচেতন নগরীকদের দাবি অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া প্রয়োজন কতৃপক্ষের।