বরিশালে অভিযানে আটক ৩

বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ ৩ জনকে পুলিশ আটক করেছে।
সোমবার বিকেলে নথুল্লাবাদের বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে থেকে আটক করা হয় তাদের।
আটক ৩ জন হলো মো. শফিকুল ইসলাম মোল্লা (২৫), ইব্রাহিম ইসলাম নাহিদ হাওলাদার (২৬), ও মোঃ সুমন ওরফে হানিফ বিশ্বাস (২৮)।
আটক ৩ জনকে বিমান বন্দর থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে সন্ধ্যায় বিএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।