বরিশালে অভ্যন্তরীন রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

বরিশালে অভ্যন্তরীন রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক


বৈরি আবহাওয়ার কারণে একদিন বন্ধ থাকার পরে বরিশালের অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আবহাওয়া পরিস্থিতি উন্নতি ঘটায় ওই সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ।

শনিবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে লঞ্চ চলাচল করছে বলে জানিয়েছেন নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো. কবির হোসেন।

তিনি জানান, বৈরী আবহাওয়া ও নদীবন্দর সমূহে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করায় বরিশালের অভ্যন্তরীণ সকল রুটে শুক্রবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ। আবহাওয়ার উন্নতি ঘটায় সকাল থেকে আবারো লঞ্চ চলাচল শুরু হয়েছে।