বরিশালে অযৌক্তিক বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

দেশব্যাপি বিদ্যুতের অযৌক্তিক দাম বৃদ্ধির বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও চাল, ডাল, তেল, ওষুধসহ নিত্য পণ্যের দাম কমিয়ে আনার দাবিতে মানববন্ধন প্রতিবাদ ও বিকেষাভ সমাবেশ অনুষিঠত হয়েছে। বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি ওই বিক্ষোভ কর্মসূচি পালন করে।
শুক্রবার বেলা ১১ টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে অশি^নী কুমার হল চত্ত্বরে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটির সম্পাদক অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য একের পর এক দেশীয় সম্পদ বিদেশীদের হাতে তুলে দিচ্ছেন। সরকার জনস্বার্থকে উপেক্ষা করে মুষ্টিমেয় কতিপয় লোকের অবাধ লুটপাটের স্বার্থে জ্বালানী খাতে দায়মুক্তির আইন ও বিদ্যুতের দাম বৃদ্ধির আইন প্রণয়ন করেছে। তাই এই গণবিরোধী আইন বাতিলের দাবিতে ও বিদ্যুতের অযৌক্তিক দাম বৃদ্ধির প্রতিবাদে সকলকে এক সাথে সোচ্চার হয়ে এগিয়ে আসার আহবান জানান।
বক্তারা আরো বলেন, সরকার স্বাধীন অসম্প্রদায়িক বাংলার মাটিতে এক সম্প্রদায়িক মানুষ হত্যাকারীর নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে বিতর্কিত করছেন। মুজিব বর্ষে তার মতো একজন সাম্প্রদায়িক মানুষকে এনে জাতির জনকের শতবর্ষকে কলংকিত করছে। এই ঘটনায় সরকারের প্রতি তিব্র নিন্দা জানান তারা।
এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নিমাই মন্ডল, নজরুল ইসলাম, অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, উপাধাক্ষ হারুন অর রশিদ, অধ্যাপক বিরেন্দ্র নাথ রায়, অধ্যাপক শাহ্ আজিজুর রহমান ও অ্যাড, খালিদ বীন ওয়াহিদ প্রমুখ।পরে তারা নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন।