বরিশালে অলিম্পিক ডে উপলক্ষ্যে বর্নাঢ্য র‌্যালী

বরিশালে অলিম্পিক ডে উপলক্ষ্যে বর্নাঢ্য র‌্যালী
অলিম্পিক ডে উপলক্ষে বরিশালে বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন উড়িয়ে র‌্যালীর উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাসসহ বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। পরে একটি র‌্যালী বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।