বরিশালে আওয়ামী লীগের আয়োজনে জেলহত্যা দিবস পালন

বরিশালে আওয়ামী লীগের আয়োজনে জেলহত্যা দিবস পালন

বরিশাল জেলা আওয়ামী লীগ জেলহত্যা দিবস পালন করেছে।

জেলহত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

পরে পর্যায়ক্রমে সিটি করপোরেশন মেয়র সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

দিবসটি উপলক্ষে বিকালে নগরীর কালীবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে এক আলোচনা সভার আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ।