বরিশালে আওয়ামী লীগের আলোচনা সভায় ২১ আগস্টের হত্যাকারীদের ফাঁসি দাবি

২১ আগস্টের হত্যাকারীদের ফাঁসির দাবী জানিয়েছেন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা। ভয়াল ২১ আগস্ট স্মরণে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় ওই দাবি করেন তারা।
শুক্রবার সন্ধ্যা ৬টায় নগরীর সদর রোডের আওয়ামী লীগ কার্যালয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু ও জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ আনিচুর রহমান।
বক্তারা ২১ আগস্ট ঘাতকের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করেন এবং ওই হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবি জানান।