বরিশালে আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

বরিশালে আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ১৮ জনের জামিন নামঞ্জুর করে দিয়েছেন আদালত। তবে কারাগারে থাকা আসামিদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্যও বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

তিনি জানান, বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করে গ্রেপ্তার নেতাকর্মীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও জানান, গ্রেপ্তার অনেক আসামি রয়েছেন গুরুতর অসুস্থ। সেদিন রাতে আনসার ও ইউএনওর ছোড়া গুলি এবং পুলিশের বেপরোয়া লাঠিচার্জে আহত হয়েছেন তারা। গ্রেপ্তারের পর তাদের হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

প্রসঙ্গত, ইউএনও মুনিবুর রহমান ও এসআই শাহজালাল মল্লিকের করা দুটি মামলায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বাসমালিক সমিতির সভাপতি, সিটি কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রয়েছেন।

তবে ২১ জনকে বরিশাল থানা গ্রেপ্তার করলেও কাউন্সিলর শেখ সাঈদ আহম্মেদ মান্নাকে শুক্রবার রাতে রাজধানী ঢাকার মোহাম্মদপুর শিয়া মসজিদের তার বোনের বাসা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। শনিবার মোহাম্মদপুর থানায় তোকে হস্তান্তর করা হয়। 

এর মধ্যে রোববার (২২ আগস্ট) ২৮ আসামির জামিন শুনানি হয় বলে জানিয়েছেন অ্যাডভোকেট তালুদার মো. ইউনুস।