বরিশালে আজ থেকে চলবে লঞ্চ ও বাস
করোনা প্রাদুর্ভাবের কারণে গণ পরিবহন হিসেবে বন্ধ করা হয় ঢাকা-বরিশালসহ সব রুটের বাস ও লঞ্চ চলাচল। দীর্ঘ ৬৮ দিন পর লঞ্চ ও বাসের তালা খুলে নুতনভাবে যাত্রী পরিবহন শুরু করবে। আজ রোববার থেকে চালু হবে লঞ্চ ও বাস চলাচল। তবে মানতে হবে সরকারের দেওয়া নির্দেশনা ও স্বাস্থবিধি। এদিকে লঞ্চ চলাচল শুরুর খবরে প্রাণচঞ্চল হয়ে উঠেছে বরিশাল নদীবন্দর ও লঞ্চ মালিকরা।
গতকাল শনিবার সকাল থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চগুলো ধোয়ামোছার কাজ শুরু হয়। অন্যদিকে সকাল থেকে ঢাকা-বরিশাল নৌপথের বিলাসবহুল লঞ্চের অগ্রিম টিকেট বিক্রিও শুরু হয়েছে। বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালেও শুরু হয়েছে যাত্রী পরিবহনের তৎপরতা।
দেশব্যাপি প্রাণঘাতী কভিড-১৯ করোনা সংক্রমণের মুখে সারা দেশের সঙ্গে বরিশাল ও দক্ষিণাঞ্চলের লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। আজ রোববার দীর্ঘ ৬৮দিন বন্ধ থাকার পর সরকারি নির্দেশনায় ও শর্তসাপেক্ষে লঞ্চ চলাচল শুরু হয়।
গতকাল শনিবার সকাল থেকে নগরীর ফজলুল হক অ্যাভিনিউ সুন্দরবন নেভিগেশন কোং কার্যালয়ের বাইরে সরকারি নিয়ম স্বাস্থ্যবিধি সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে জীবনুনাশক স্প্রে করে টিকিট বুকিং করতে আসা যাত্রীদের ভিতরে প্রবেশ করতে দেখা গেছে।
সুন্দরবন নেভিগেশন কোম্পানীর চেয়ারম্যান ও কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহসভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু বলেন, দুই মাসের ও বেশি সময় লঞ্চ বন্ধ ছিল। শারীরিক দূরত্ব মেনে লঞ্চ চলাচল শুরু হবে। তবে লঞ্চ মালিক সমিতি এখন পর্যন্ত কোন টিকিটের মূল্য বৃদ্ধি করেনি। পূর্বে যেরকম ভাড়া ছিল সে ভাড়ায় যাত্রীরা যেতে পারবে। ভাড়ার বিষয় নিয়ে যাত্রীসাধারণের কোন ধরণের বিভ্রান্ত না হতে অনুরোধ জানান। তার অফিসের শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি। একই সঙ্গে তিনি লঞ্চ কর্মীদের স্বাস্থবিধি মেনে কাজ করার আহ্বান জানান।
বরিশাল নদী-বন্দরের উপ-পরিচালক ও বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার বলেন, আজ ৩১ মে বরিশাল নদী-বন্দর থেকে বরিশাল অঞ্চলসহ ঢাকাগামী দুরপাল্লার বিলাসবহুল লঞ্চগুলো যাত্রী নিয়ে পূর্বের ন্যায় পল্টুন ত্যাগ করবে। তবে লঞ্চ চলাচলের জন্য সরকারের দেওয়া ১৩ নির্দেশনা মানতে হবে। করোনার বিস্তার ঠেকাতে মাস্ক, গ্লভস এবং জীবানুনাশক পর্যাপ্ত থাকতে হবে। নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন সরকারিভাবে নির্দেশনা এসেছে পল্টুনে যাত্রীদেরকে জীবনুনাশক টানেলের ভিতর থেকে যেতে হবে। আমরা এখন পর্যন্ত টানেল স্থাপন করতে পারিনি। আসা করছি আগামী এক সপ্তাহের মধ্যে টানেল স্থাপন করতে সক্ষম হব।
এদিকে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক কিশোর কুমার দে জানান, শনিবার দুপুরে মালিক সমিতির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী ৩১ মে থেকে সব ধরণের যাত্রীবাহি বাস চলাচল করবে। এখানে নতুন করে ভাড়া বাড়ার কোন সিদ্ধান্ত হয়নি। এব্যাপারে কেন্দ্রীয় মালিক সমিতি যে সিদ্ধান্ত গ্রহণ করবে সে সিদ্ধান্ত অনুযায়ী বাস চলাচল করবে।