বরিশালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

বরিশালে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, বরিশাল এর আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।
বৃহষ্পতিবার সকাল সোড়ে নয়টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: আব্দুর রাজ্জাক।
‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’ এই শ্লোগান নিয়ে ৯ ডিসেম্বর ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২১’ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল মারুফ, সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি’র সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাবেয়া খাতুন।
দুর্নীতি সমাজের সকল স্তরকে ক্ষতিগ্রস্ত করে, তাই সকলে মিলেই এটিকে প্রতিহত করতে হবে এমন উপজীব্য থেকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউএনওডিসি এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য করেছে, আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুদক পরিচালক মো. জুলফিকার আলী’র সভাপতিত্বে এবং অতিথিবৃন্দের অংশগ্রহণে শহীদ মিনার প্রাঙ্গনে দুর্নীতিাবরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির সদস্য অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন, কাজী সেলিনা, স্বজন সদস্য রফিকুল আলম, রুপান্তরের কর্মসূচি সমন্বয়কারী রাবেয়া বসরী, বিএনডিএন সভাপতি আনোয়ার জাহিদ। মানবন্ধনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কমকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, টিআইবি’র সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
সকাল সাড়ে ১০টায় বিডিএস কনফারেন্স হল-এ দুদক পরিচালক মো. জুলফিকার আলী’র সভাপতিত্বে সনাক সদস্য শুভংকর চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুদক উপ পরিচালক দেবব্রত মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ‘আমাদের স্ব-স্ব ধর্মীয় অনুশাসন মেনে পরিবার থেকেই দুর্নীতিবিরোধী চর্চা চালিয়ে যেতে হবে এবং সকলকে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হতে হবে। সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি করার ব্যাপারে সাধারণ মানুষের যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, সেই ধারণাকে ভাল কাজ করার মধ্যমে দূর করতে হবে। শিক্ষার্থীদেরকে ভাল মানুষ হওয়ার প্রতিযোগিতায় অংশ নিতে হবে।’
সবশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।