বরিশালে আন্তর্জাতিক মানের ম্যারাথন

করোনার প্রকোপ কাটিয়ে বরিশাল নগরীতে বিজ্ঞান সংগঠন কসমিক কালচারের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি ম্যারাথনের দ্বিতীয় আসর ‘বরিশাল ম্যারাথন’। বেসরকারিভাবে দেশে এই প্রথমবার এআই এমএস সার্টিফাইড মারাথন ৪২.১৯৫ কিলোমিটার দূরত্বের রেস অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ৪০০ জন রানার নিবন্ধন করেছে। স্থানীয় প্রশাাসনের অনুমতি স্বাপেক্ষে ম্যারাথনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী বছরের ২৮ জানুয়ারী (শুক্রবার) ম্যারাথনের দ্বিতীয় আসরের শুভ উদ্বোধন হবে।
শনিবার (১১ ডিসেম্বর) নগরীর আর্যলক্ষ্মী ভবনের অডিটরিয়ামে ‘বরিশাল ম্যারাথন’ নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে কসমিক কালচার এর সাধারন সম্পাদক জুয়েল কর্মকার বলেন, ‘গত বছরে আমার ম্যারাথনের প্রথম আসরের আয়োজন করি। যেই আয়োজন ইতিমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। এটা আমাদের জন্য একটি সু-খবর। চলতি বছরে আমরা করোনার প্রকোপের কারনে পিছিয়ে যাই। উদ্যোগ নিলেও পরে স্থগিত করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক তাই পুনরায় আয়োজনের উদ্যোগ নিয়েছে। সকলের সহযোগীতা কমনার করছি।’
তিনি আরো বলেন, ‘ এবছর হাফ ম্যারাথন, ১০ কিমি. ও ৫ কিমি. রান এই চারটি ক্যাটাগরিতে চার শতাধিক রানার নিয়ে বড় পরিসরে আয়োজন করা হয়েছে। আমাদের সঙ্গে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন এবং পোষাক ব্রান্ড প্রতিষ্ঠান সেইলর। তবে আমরা মনে করি এই আয়োজন সফল করার লক্ষ্যে আরো অনেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন।’
কসমিক কালচারেরর সভাপতি ডা. অনিষ মন্ডল বলেন, ‘এই আয়োজনের মধ্যে দিয়ে বরিশালের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতিকে দেশের ও দেশের বাইরের মানুষদের কাছে উপস্থাপন করবে। তাই এই আয়োজন বাস্তবায়নে আমরা সকলের সহযোগীতা কমনা করছি।
ম্যারাথনে ১৮ বছর বা তদুর্ধ, হাপ ম্যারাথন ১৬ বছর বা তদুর্ধ, ১০ কি.মি রান ১৪ বছর বা তদুর্ধ, এবং ৫ কি.মি রান ১০ বছর বা তদুর্ধ ক্যাটাগরি ভিত্তিক রানার অংশগ্রহন করতে পারবে ।
নগরীর সরকারি ব্রজমোহন কলেজের প্রথম গেট থেকে ম্যারাথন দৌড় শুরু হবে। এটি নগরের নতুন বাজার, হাসপাতাল রোড, জেলখানার মোড়, সদর রোড, জিলা স্কুল মোড়, রাজাবাহাদুর সড়ক, শিশু পার্ক মোড়, চাদমারী মোড়,ডিসি বাস ভবন মোড়, বাহাদুর শাহ সড়ক, জিলা স্কুল মোড়, সদর রোড, জেলখানার মোড়, হাসপাতাল রোড, নতুন বাজার, মড়কখোলার পুল, লাকুটিয়া সড়ক, বাবুগঞ্জ বাজার, বরিশাল বিমানবন্দর, বাবুগঞ্জ বাজার, লাকুটিয়া সড়ক,মড়কখোলার পুল, রামকৃষ্ণ মিশন হয়ে পুনরায় সরকারি ব্রজমোহন কলেজের প্রথম গেট হয়ে শেষ হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জুলিয়েট, আতিয়ুর রহমান, আশরাফুর রহমান সাগরসহ কসমিক কালচারের অনান্য কর্মীবৃন্দ।