বরিশালে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের গবেষণা সেমিনার

বরিশালে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের গবেষণা সেমিনার

বরিশালে ‘ব্যাংক এবং শিল্পঋণ পরিশোধে আইনি প্রক্রিয়ার অপব্যবহারঃ বাংলাদেশের ব্যাংকিং আইনের বিশ্লেষণ শীর্ষক অর্থঋণ আইন সংক্রান্ত গবেষণার অংশ হিসাবে ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বরিশাল শহরের গার্ডেন ইন রেস্তোরার কনভেনশন হলে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর আইন ও মানবাধিকার ডিপার্টমেন্ট এর আয়োজনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। 


   
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ জেড এম শাহিদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাক মো. রফিকুল ইসলাম খোকন, বেসিক ব্যাংক বরিশাল বিভাগের এজিএম মো. কামরুল ইসলাম। সেমিনারে সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. ফিরোজ মাহমুদ খান।

আয়োজকরা জানান, ফোকাস গ্রুপ ডিসকাশন মূলত কোন গবেষণাধর্মী কাজে প্রাথমিক তথ্য সংগ্রহের জন্য একটি উল্লেখযোগ্য মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়। একটি ফোকাস গ্রুপ ডিসকাশন এ গবেষণার বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন শ্রেণিপেশার মানুষের প্রতিনিধিগণ উপস্থিত থাকেন এবং তাদের মতামতের উপর ভিত্তি করে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়। এই তথ্যের উপর ভিত্তি করে গবেষণা করা হয়। পর্যায়ক্রমে বাংলাদেশের চারটি বিভাগীয় শহরে চারটি ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত হবে। গবেষণার ধারাবাহিকতায় বরিশালে এ সেমিনার আয়োজন করা হয়েছে।

গবেষণাটির সঙ্গে যুক্ত রয়েছেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সহযোগী অধ্যাপক ড. ইশরাক আহমেদ, সহকারী অধ্যাপক মো. সালেহ আকরাম, মিস আজিজুন্ নাহার, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ইউ এম সেইলস-এল এল এল-এর শিক্ষার্থী শেখ নোমান পারভেজ।

গবেষণার অর্থায়ন এবং সার্বিক তক্তাবধান করছে ইন্সটিটিউশন অব এনার্জি, এনভায়রোমেন্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট।