বরিশালে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা ছিনতাইয়ের অভিযোগ

বরিশালে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা ছিনতাইয়ের অভিযোগ

বরিশালে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পরিবহন কাউন্টার ম্যানেজারকে মারধর করে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। হামলায় আহত গোল্ডেন লাইন পরিবহনের ম্যানেজার মো. শহীদুল ইসলামকে বরিশার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও নথুল্লাবাদ বাস টার্মিনালের অঘোষিত নেতা লিটন মোল্লার বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছে।

গত বুধবার রাত ১২টার দিকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের গোল্ডেন লাইন পরিবহন কোম্পানীর ম্যানেজার মো. শহিদুল ইসলামের ওপর হামলা চালিয়ে ওই টাকা ছিনিয়ে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন মো. শহিদুল ইসলাম জানান, বুধবার রাত ১২টার দিকে কাউন্টার বন্ধ করে নথুল্লাবাদ বাস টার্মিনালের পেছনের রাস্তা থেকে বের হওয়ার সময় একদল লোক তাকে ঘিরে ধরে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে বেদম মারধর করে সঙ্গে থাকা ২ লাখ তেতাল্লিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তার ডাক চিকৎকারে টার্মিনালে ডিউটিরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে বিমান বন্দর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

আহত শহীদুল ইসলাম অভিযোগে উল্লেখ করেছেন, বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও নথুল্লাবাদ বাস টার্মিনালের অঘোষিত নেতা লিটন মোল্লা গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার ও বাস চালাতে তার কাছে প্রতিমাসে ২০ থেকে ২৫ টাকা চাঁদা দাবি করেন। নানা ভয়ভীতির কারণে গত কয়েক মাস ধরে তাকে চাঁদা দিয়ে আসছিলেন তারা। করোনা পরবর্তী গত দুই মাসে বাস চলাচল কমে যাওয়ায় পরিবহন কোম্পানীর আয় কমে যায়। লোকসানের কারণে গত ২ মাস ধরে চাঁদা দিতে না পাড়ায় লিটন মোল্লা নানাভাবে হুমকী দিয়ে আসছিলো। এক পর্যায়ে লিটন মোল্লার সহযোগীরা তাকে ধরে নিয়ে লিটনের বাড়ি নিয়ে তাকে ফের ভয়ভীতি দেখায় এবং চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকী দেয়। এরই ধারাবাহিকতায় লিটন মোল্লা ও তার সহযোগীরা তাকে মারধর করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিটন মোল্লার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া গেছে। 

বরিশাল মেট্রোপলিটনের বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ-বিন আলম গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে জানান, গোল্ডেন লাইন নামে একটি পরিবহনের কাউন্টার ম্যানেজার মো. শহিদুল ইসলামকে মারধর করে টাকা ছিনতাইয়ের একটি লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। তদন্ত করে অভিযোগ মামলা হিসেবে রুজু করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।