বরিশালে ইনোভেশন শোকেশিং সেমিনার ও মেলার উদ্ধোধন

বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত) সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেছেন, আমাদের প্রতিটি সরকারী-বেসরকারী দপ্তর প্রতিষ্ঠানে কাজের মাধ্যমে স্বচ্ছতা জবাব দিহীতা নিশ্চিত করতে পারি তাহলে সু-শাষন প্রতিষ্ঠা করা সম্ভব।
আমরা যারা সেবা দেই তা গতানুগতিকভাবে সেবা প্রদান করে থাকি। সেবা মূলক প্রতিষ্ঠানে যদি জবাব দিহীতা না থাকে সে কাজে দূর্ভোগ সৃষ্টি হবে।
তিনি আরো বলেন আমরা মানুষের সেবা দেয়ার কাজ করব যাতে করে সেবা মানুষের দোর গোড়াই পৌছে দেয়া যায়। আমরা পূর্বের চেয়ে অনেক এগিয়ে যাচ্ছি আমাদেরকে সামনে আরো এগিয়ে যেতে হবে।
আজ বুধবার (২৯ই) জানুয়ারী সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে ২৯ ও ৩০ জানুয়ারী পর্যন্ত ২দিন ব্যাপি ইনোভেশন শোকেশিং সেমিনার ও মেলার উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে ও মন্ত্রীপরিষদ বিভাগ, জনপ্রশাসন (এটুআই) সহযোগীতায় বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ জাকারিয়ার সভাপতিত্বে উদ্বোধনী আনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রালয় অতিরিক্ত সচিব মোঃ আবদুল কাউয়ম সরকার,বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম,বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জন প্রশাসন মন্ত্রালয় উপ সচিব মোঃ মেহেদী-উল-সহিদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ভোলা,মোঃ আতাহার মিয়া।
ইনোভেশন মেলায় বরিশাল বিভাগের ৬ জেলা থেকে ৩টি করে ১৮টি বিভিন্ন প্রতিষ্ঠা সহ ২২টি প্রতিষ্ঠান অংশ গ্রহন করে।
পরে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী সহ বিশেষ অতিথিদের নিয়ে মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো পরিদর্শণ করেন এবং তাদের উদ্ভাবনী ও কার্যক্রম বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এর পর্বে তিনি অশ্বিনী কুমার টাউন হল চত্বরে ফুলের ফিতা কেটে ও বেলুন ফেস্টুন উড়িয়ে ইনোভেশন সেমিনারের শুভ সুচনা করেন।
সেমিনারে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও বে-সরকারী উন্নয়ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।