বরিশালে ইমারত নির্মাণ শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ

বরিশালে ইমারত নির্মাণ শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ

বরিশালে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ও সারা বছর কাজের দাবীসহ ৮ দফা দাবীতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন। 

রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এম.এ জলিলের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে বক্তারা বলেন, বিগত প্রায় দেড় বছর করােনার ছােবলে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন থমকে দাড়িয়েছে । বিশেষ করে শ্রমিক শ্রেণি বর্তমানে দরিদ্র সীমার নিচে দিনাতিপাত করছে। সরকারী খাদ্য সহায়তা ও প্রণােদনা যাহা দেওয়া হয়েছে তা অপ্রতুল। বর্তমানে ইমারত নির্মাণ শ্রমিকরা অনাহারে অর্ধাহারে দিন কাট‍াচ্ছে। অনেকেই ধার-দেনা করে সর্বশান্ত হয়ে পথে বসেছে।তাই সরকার সহ সংশ্লিষ্ট সকলের নিকট আবেদন ইমারত নির্মাণ শ্রমিকদের বাঁচতে দিন, বাচিয়ে রাখুন । 

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে একাত্বতা প্রকাশ করে অংশগ্রহণ করেন বরিশাল জেলা শ্রমিক কর্মচারি ‍ঐক্য পরিষদ ও বাংলাদেশ ‍ইমারত নির্মান কারীগরি শ্রমিক ‍ইউনিয়নের নেতৃবৃন্দ।