বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।  

মঙ্গলবার সকাল ৭টায় নগর কার্যালয়ের সামনে এ উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর নেতৃবৃন্দ।

পতাকা উত্তোলন অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ শোভন, সাংগঠনিক সম্পাদক গাজী মুহাম্মাদ রেদোয়ান, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, আলিয়া মাদ্রাসা সম্পাদক আ কম নেয়ামতুল্লাহ, বিশ্ববিদ্যালয় সম্পাদক  মুহাম্মাদ রিফাত লস্কর, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক গাজী মুহাম্মাদ ত্বলহা হাসান উপস্থিত ছিলেন। 

এসময় ইসলামী ছাত্র আন্দোলন মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য এদেশ স্বাধীন হয়েছিল। দুঃখজনক বাস্তবতা হলো স্বাধীনতার পঞ্চাশ বছর অতিবাহিত হলেও দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব ও কায়েমী স্বার্থবাদীদের প্রতিহিংসা ও নোংরা রাজনীতির দরুণ এখনো সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হয়নি।দেশের প্রতিটি সেক্টর দুর্নীতির আতুড়ঘরে পরিণত হয়েছে। 


সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্নীতি ও দুঃশাসনের যাতাকলে চরমভাবে পিষ্ট হচ্ছে। আর দুঃশাসনের এই কালো আবরণ মুছে দিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে।