বরিশালে উদীচীর ‘প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ’

অব্যহত শিক্ষক নির্যাতন, নিপীড়ন ও হত্যার প্রতিবাদে বরিশালে ‘প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ জুলাই) বিকাল সাড়ে ৫টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে উদীচী বরিশাল জেলা সংসদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। প্রতিবাদে সংহতি জানায়- বরিশাল নাটক, খেলা ঘর, উত্তরণ সাংস্কৃতিক সংগঠন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ।
সমাবেশে প্রতিবাদী সংগীত পরিবেশনা পরে উদীচী বরিশাল জেলা সংসদের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে ও সম্পাদক ¯েœহাংশু বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অ্যাডভোকেট বিশ^নাথ দাস মুনশী, বরিশাল উদীচীর সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মানবেনন্দ্র বটব্যাল, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, বরিশাল নাটকের সভাপতি কাজল ঘোষ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য আজমল হোসেন লাবু, জাতীয় রবীন্দ্র সঙ্গতি সম্মিলন পরিষদ বরিশালের সাধারণ সম্পাদক সুখেন্দু শেখর সরখেল, বরিশাল জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র মজুমদার, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক নজমুল হোসেন আকাশ, সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী প্রমুখ।
এসময় শিক্ষক হত্যার বিচার, বিভিন্ন স্থানে শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদ জনায় বক্তারা। তবে শিক্ষকরা লাঞ্ছনার পাশাপাশি খুনের শিকার হচ্ছেন ছাত্রদের হাতে এমন ঘটনা সমাজের নৈতিক অবক্ষয় হয়েছে বলে দাবি করেন তারা। এমন ঘটনায় যাদের হাত রয়েছে এবং যারা দোষী তাদের আইনের আওয়তায় এনে শাস্তির জোর দাবি জানানো হয় সমাবেশে।