বরিশালে এক রাতে ৯ দোকানে চুরি

বরিশালে এক রাতে ৯ দোকানে চুরি

বরিশাল নগরীতে ‘মারুফ এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানসহ তার আশেপাশের ৯ দোকানে চুরির অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ‘মারুফ এন্টারপ্রাইজ’ দোকান থেকে ১ লক্ষ ৫৮ হাজার টাকাসহ অন্য দোকানগুলো থেকে মোট ২ লক্ষ ৪৭ হজার ২’শ টাকা ও অন্যান্য মালমাল চুরি হয়। এমন ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অন্যদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে বরিশাল নগরীর একটি ব্যস্ততম স্থানে এমন চুরির ঘটনায় প্রশ্ন উঠেছে প্রশাসনের উপরেও। 

 

রবিবার (২১ মে) দিবাগত রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, মারুফ এন্টারপ্রাইজ নামক একটি দোকান থেকে ১ লক্ষ ৫৮ হাজার টাকার মালামাল চুরি হয়, বুক পয়েন্ট ১০ হাজার টাকা ও ৩ হাজার টাকার মিনিট কার্ড, তাসনিয়া স্টোর্স ২ হাজার টাকা, রাশেদ মেডিকেল হল ১৫ হাজার টাকা ও ১০ হাজার টাকার মিনিট কার্ড, শান্ত সুজ ৪৮ হাজার টাকাসহ বাংকের চেক বই, কাট এন্ড চুল সেলুনের ১ হাজার ২০০ টাকা, সোহরাব সুজের ২০ জোড়া জুতা, জোবায়য়ের সুজ দোকানের পণ্য এবং শিকাদার ভ্যারইটিজ দোকানে চুরি হয়। এই ঘটনার পরে ওই বাজারের সকল দোকানদার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করছেন।

 

গত শনিবার (২০ মে) রাত ১টা ৮ মিনিটের দিকে বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের হাতেম আলী কলেজ চৌমাথা সংলগ্ন লেকের দক্ষিণ-পশ্চিম পাশে মিতালী প্লাজা ভবনের নিচ তলায় ‘মারুফ এন্টারপ্রাইজ’ দোকানে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরিশাল কোতয়ালি মডেল থানায় একটি জিডি করেছেন  ‘মারুফ এন্টারপ্রাইজ’ দোকানের মালিক মো. রাশেদুজ্জামান মারুফ। 

 

তবে এই ঘটনায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ‘মারুফ এন্টারপ্রাইজ’ এর  কর্ণধার মালিক মো. রাশেদুজ্জামান মারুফের। মো. রাশেদুজ্জামান মারুফ বলেন, ‘আমি ওই দিন রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। কিন্তু দোকানের টাকাপয়সা কিছুই সাথে নিয়ে যাইনি। পরের দিন সকালে দোকানে এসে দেখি দোকানের টিন কেটে চুরির ঘটনা ঘটেছে। আমার দোকনে ইলেট্রিক্যাল মালামাল, বিকাশ এবং ফ্লেক্সিলোড করা হয়। এছাড়াও আমার গ্যাস সিলিন্ডারের ব্যবসা রয়েছে। এ ব্যবসার সকল টাকা ওই দোকানের ক্যাশে ছিলো। কিন্তু চোর দোকানে ঢুকে ক্যাশের তালা ভেঙ্গে সব টাকা নিয়ে যায়। এতে ১ লক্ষ ৫৮ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

 

তিনি আরো বলেন, ‘ওই দিন রাতে আমার দোকানে চুরি হওয়ার পরে আমার পাশের আরো ৮ টি দোকান চুরি হয়েছে। তবে তাদের ক্ষয়ক্ষতি আমার থেকে কম হয়েছে। বর্তমানে আমার এই চৌমাথা সকল ব্যবসায়ীরা আতঙ্কে আছি। এই ঘটনার সিসি টিভির ফুটেজ আছে। তাই সঠিক তদন্ত করে এর বিচার চাই।’

 

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই দোকানের দুইজন কর্মচারী মিলন ও রাজিব (২০ মে) সকাল ৯ টার দিকে দোকান তালা খুলে ভিতরে ঢুকে দেখতে পান দোকান ঘরের উপরে টিন কাটা। এছাড়াও দোকানের মালামাল সব কিছু এলোমেলো অবস্থায় মেঝেতে পরে আছে।দোকানের ক্যাশ বাক্স পাওয়া যায় ভাঙ্গা অবস্থায়। পরে দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ টাকা এবং একটি মোবাইলসহ মোট এক লক্ষ আটান্ন হাজার টাকা চুরি হয়।

 

এই ঘটনার একটি সিসি ক্যামেরার ফুটেজ ভোরের আলোর হাতে এসেছে। ওই ফুটেজে দেখা যায়, ১৯ মে রাত সাড়ে ৯ টার দিকে ওই দোকানের সামনে অজ্ঞাতনামা কিছু লোক সন্দেহজনকভাবে ঘোরা ফেরা করছিলো। এরপর (২০ মে) রাত ১ টার পরে কিছু লোক দোকানের টিন কেটে ভিতরে প্রবেশ করে ক্যাশবাক্সের তালা ভেঙ্গে নগদ টাকাসহ দোকানের অন্যান্য মালামাল নিয়ে বের হয়ে যায়। 

 

এ বিষয়ে বরিশাল কোতয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছি। এ ব্যাপারে ভুক্তভুগিদের মামলা করতে বলা হয়েছে। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবো।#