বরিশালে এক লাখ তালের বীজ বপনের উদ্যোগ

বরিশাল জেলাব্যাপী এক লাখ তালের বীজ বপন করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। প্রাকৃতিক দুর্যোগ প্রশমনের লক্ষ্যে জেলা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মতাশার বাজার এলাকায় তালবীজ বপনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
জেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় তাল বীজ বপন উপলক্ষ্যে চরবাড়িয়া এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম।
এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ তৌফিকুল আলম, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. জিএম রফিক আহাম্মেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. কামরুজ্জামানসহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়েছে। দুর্যোগ প্রশমনের লক্ষ্যে জেলাব্যাপী ১ লাখ তালবীজ বপন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জেলার ১০ উপজেলার বিভিন্ন সড়কের পাশে ১০ হাজার করে তালবীজ বপন করা হচ্ছে। এর ফলে বরিশালে তাল ও খেজুর গাছের যে ঐহিত্য ছিলো সেটা ফিরে আসবে এবং বজ্রপাতসহ অসহনীয় পরিবেশ থেকে জনগণ রক্ষা পাবে।
সকলকে নিজ নিজ অবস্থান থেকে এই কর্মসূচি সফল করার আহ্বান জানান জেলা প্রশাসক। ##