বরিশালে একই পরিবারের ৪ সদস্যের করোনা পজেটিভ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্সের পর এবার তার পরিবারের আরও ৪ সদস্যের করোনা পজেটিভ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন।
গতকাল রোববার ওই নার্সের পরিবারের আরও ৫ সদস্যের নমুনা পরীক্ষার জন্য মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। গতকাল সোমবার সন্ধ্যায় রিপোর্ট পাওয়া যায়। ওই রিপোর্টে তাদের মধ্যে ৪ জনের করোনা পজেটিভ আসে। পরিবারের অন্য শিশুর রিপোর্ট নেগেটিভ হয়েছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, গত ৬ মে হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্সের করোনা পজেটিভ হয়। ওই দিনই তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। ওই নার্সের স্বামী, ২ শিশু সন্তান এবং শ্বশুড়-শ্বাশুড়ির নমুনা গতকাল রোববার মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষা করা হয়। গতকাল সোমবার সন্ধ্যায় তাদের পরিবারের ৪ জনের রিপোর্ট পজেটিভ এবং এক শিশুর নেগেটিভ রিপোর্ট আসে। নতুন সনাক্ত হওয়া ৪ জনের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে।
বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি অবহিত হওয়ার পর ওই নার্সের বাসা লকডাউন করা হয়েছে।
এদিকে সোমবার রাত পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০জন। তাদের মধ্যে ৫ জনের করোনা সনাক্ত হয়েছে।
অন্যদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গতকাল সোমবার বরিশালে বিভাগে নতুন করে আক্রান্ত হওয়া ৪জনই বরিশাল নগরীর। এ নিয়ে বিভাগে আক্রান্ত হয়েছেন ১৬০জন। যাদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭১জন। গতকাল সোমবার ৬জন সহ সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফেরার সংখ্যা ৮৩জন। করোনায় বরিশাল বিভাগে মৃত্যু হয়েছে ৬ জনের।