বরিশালে একদিন পর আড়াই শ’ পরিবারে ঈদ উদযাপন

বরিশালে একদিন পর আড়াই শ’ পরিবারে ঈদ উদযাপন
যথাযথ ধর্মীয় ভাব গম্ভির্যের মধ্য দিয়ে গত বুধবার সারা দেশে ঈদ উদযাপিত হলেও একদিন পর আজ বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন করছেন বরিশালের গৌরনদীর ২৪৫টি পরিবার। গত বুধবার ৩০ রোজা পূর্ণ করার পর আজ ঈদ উদযাপন করছেন তারা। এরা সবাই স্থানীয় হামিউস সুন্নাহ্ কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল কাদেরের অনুসারী। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ওই উপজেলার বাঙ্গিলা গ্রামের বাঙ্গিলা হামিউস সূন্নাহ মাদ্রাসা ঈদগাহ ময়দানে হামিউস সুন্নাহ্ কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল কাদের তার প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ও অনুসারীসহ বড় কসবা, কসবা, বাঙ্গিলা, ধুরিয়াল, নন্দনপট্টি, চাঁদশী, গোরবর্ধন, ধানডোবা, চেঙ্গুটিয়াসহ কয়েকটি গ্রামের ৫ শতাধিক মুসুল্লীর উপস্থিতিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তারা পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ উদযাপন করা মুসুল্লীরা জানান, হাদিসে বর্ণিত আছে চাঁদ দেখে রোজা রাখা ও চাঁদ দেখে ঈদ করতে হবে। কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির প্রথমে ঘোষণা কোরআন ও সুন্নাহ’র ভিত্তিতে সঠিক ছিল। পরবর্তীতে ওইদিন রাত ১১টায় চাঁদ দেখা কমিটির ঘোষণা কোরআন ও সুœন্নাহ অনুযায়ী হয়নি। তাই শরীয়ত মোতাবেক ৩০ রোজা পূর্ণ করে ওই মাদ্রাসার ৭ শিক্ষক ও ২৫০ জন ছাত্রসহ আশপাশের ধুরিয়াইল, ধানডোবা, নন্দনপট্টি, চাঁদশী, বড়কসবা, চেংগুটিয়ার ২০টি গ্রামের ২৪৫টি পরিবারের ১ হাজার ২০০-এর বেশি মানুষ আজ ঈদ উদযাপন করছেন।