বরিশালে একুশের অনুষ্ঠান শুরু

সোমবার থেকে বরিশালে শুরু হয়েছে মহান একুশের অনুষ্ঠানমালা। প্রতি বছরের ন্যায় এবারও কেন্দ্রীয় শহীদ মিনারে ৫ দিন ব্যাপি এই অনুষ্ঠানের অায়োজন করেছে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ।
সোমবার অনুষ্ঠানের প্রথমদিন বিকেল সাড়ে ৫ টায় হয় অামন্ত্রিত সংগঠন রংধনু ও সুরের ছোঁয়া সংগীত একাডেমির পরিবেশনায় সঙ্গীতনুষ্ঠান। পরে হয় নির্ধারিত অালোচনসভা। সমন্বয় পরিষদের সহ সভাপতি মিন্টু করের সভাপতিত্বে ৫ দিনের অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উপ পরিষদের অাহ্বায়ক অপূর্ব অপু।
অালোচক হিসেবে বক্তৃতা করেন ডক্টর ফাতেমা হেরেন মালা, সুশান্ত ঘোষ ও বিনয় ভূষণ মন্ডল। অালোচনাসভা শেষেই মঞ্চস্থ হয় গণনাট্য সংস্থার নাটক "দন্ড"। নাটকটির রচনা ও নির্দেশনা দেন বীরেন্দ্র নাথ রায়।
পরে, খেয়ালী গ্রুপ থিয়েটার পরিচালিত মীর মুজতবা অালী সংস্কৃতি চর্চাকেন্দ্রের পরিবেশনায় হয় অাবৃত্তি অালেখ্য " ভাষার জন্য হলো অান্দোলন"। এছাড়া নৃত্য পরিবেশন করে খেলাঘর। সব শেষে সংগীত পরিবেশন করে অালতাফ মাহমুদ সংগীত বিদ্যালয়।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সজল মাহমুদ এবং সায়ন্তনী রাখী। মঙ্গলবার যথারীতি অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে ৫ টায়।
অনুষ্ঠান উপভোগ করতে সকলকে অাহ্বান জানিয়েছে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ।